প্রশ্নপত্র ফাঁস: গ্রেপ্তার ৩ জন ২ দিনের রিমান্ডে

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজসহ তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ওই রায় দেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন জানানো হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে র‌্যাব।

শনিবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় র‌্যাবের উপপরিদর্শক (এসআই) আলিমুর কাজী বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- স্টোর কিপার রেজাউল করিম (৩২) ও বিশ্ববিদ্যালয় ছাত্র ইসহান ইমতিয়াজ (২২)।

গত শুক্রবার মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে রাজধানীর আগারগাঁও থেকে তাদের আটক করে র‌্যাব।



মন্তব্য চালু নেই