প্রশাসনের হস্তক্ষেপে মদনে বাল্য বিয়ে পন্ড : কনের মা বরের জরিমানা
মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলায় নায়েকপুর ইউনিয়নে বাল্য বিয়ের আয়োজন করায় শুক্রবার সন্ধ্যায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড করে দেয়। এ সময় কনের মা ও বরকে এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আতালত।
জানা যায়, নায়েপুর ইউনিয়নের নায়েকপুর পূর্বপাড়ার সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম রেনু মিয়ার কন্যা ইলমা আক্তার (১৮) এর সাথে গাজীপুর জেলার উত্তর খেলপুর গ্রামের মোঃ আলতাব হোসেনের ছেলে টঙ্গী আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সাগর হাসানের বিয়ে শ্রক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিবাহ বাড়ীতে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করেন এবং তাৎক্ষনিক সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমানের ভ্রাম্যমান আদালতে কনের মা শাহানা আক্তার ও বর সাগর হাসানকে এক হাজার টাকা করে জরিমানা করেন।
মন্তব্য চালু নেই