প্রবীণ সাংবাদিক মাহবুবুল আলম আর নেই

প্রবীণ সাংবাদিক দ্য ইনডিপেন্ডেন্ট পত্রিকার সাবেক সম্পাদক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহবুবুল আলম (৭৮) আর নেই।

শুক্রবার সকাল নয়টা ২৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)। চিকিৎসকরা জানান, তিনি বার্ধক্যজনিত কারণে নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বৃহস্পতিবার সকাল থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

এর আগে গত ৩ জুন মাহবুবুল আলমকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়।

মাহবুবুল আলম ২০০৬ অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্ববধায়ক সরকারের পানিসম্পদ তথ্য ও ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। পরে ২০০৭ সালে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্ববধায়ক সরকার গঠিত হলেও ওই সরকারে ছিলেন না তিনি।

এর আগে দ্য ইনডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক ছিলেন মাহবুবুল আলম। গতবছরে ১৯ অক্টোবর তিনি ওই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে অবসর জীবনযাপন করছিলেন। প্রায় ১৮ বছর ওই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

মাহবুবুল আলম ১৯৩৬ সালের ৫ ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন।
তাঁর মৃতু্তে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ার নিউজ বিডি ডটকম।



মন্তব্য চালু নেই