প্রধান বিচারপতিকে যে অনুরোধ করলেন আইনমন্ত্রী

বিচারপতিদের জন্য আচরণবিধি প্রণয়ন প্রয়োজন হয়ে পড়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সচিবালয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।গত কয়েক দিন ধরে প্রধান বিচারপতি এস কে সিনহা ও অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিনের বাদানুবাদের মধ্যে আইনমন্ত্রী একথা বললেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমি প্রধান বিচারপতিতে অনুরোধ করব.. দেখুন আজকে বোধহয় বিচারপতিদের কোড অব কন্ডাক্ট (আচরণ বিধি) খুব প্রয়োজন।’

ভবিষ্যতে আইন প্রণয়নের ক্ষেত্রে মৃত্যুদণ্ড না রাখার বিষয়টি বিবেচনায় রাখা হবে বলেও জানান আইনমন্ত্রী।



মন্তব্য চালু নেই