‘প্রধানমন্ত্রী আগেই সতর্ক করেছিলেন’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে আগেই সতর্ক করে ম্যাসেজ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অপরাধী বা সন্ত্রাসী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।’

বুধবার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা ক্রসফায়ারের শিকার হচ্ছেন। কেন, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এটি ক্রসফায়ার নয়। র‌্যাব-পুলিশ বলছে এটি বন্দুকযুদ্ধ। তবে এর মধ্যে একটি ঘটনা খতিযে দেখা হবে। সেটি হলো হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতির ঘটনা। এজন্য খোঁজখবর নেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্সের আওতায় কোনো সন্ত্রাসীকেই আমরা ছাড় দিচ্ছি না, সে যে দলেরই হোক।’



মন্তব্য চালু নেই