প্রধানমন্ত্রীর বক্তব্যে সংকট বাড়বে : রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক বিবৃতিতে বলেছেন, পুলিশ বাহিনীকে উদ্দেশ করে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য দেশে সংকটময় পরিবেশ আরও ঘনীভূত করবে।

বৃহস্পতিবার সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে তিনি এমন কথা বলেছেন।

বিবৃতিতে রিজভী বলেন, ‘নিজে দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীকে যে দমননীতি চালাতে বলেছেন, তার এই বক্তব্যের পরিণতি কী তাহলে আরো অনেক লাশ খালে-বিলে-নদীতে ভেসে উঠবে? যৌথবাহিনী গ্রামের পর গ্রামে তান্ডব চালাবে? বিরোধী দলের আরো অসংখ্য নেতা-কর্মীকে হত্যার পর বলা হবে বন্দুকযুদ্ধের কাহিনী?’

তিনি বলেন, ‘এই বক্তব্য বর্তমান সংকটকে আরো গভীর ও ঘনীভূত করে তুলবে।’

রিজভী আহমেদ বলেন, ‘পেট্রোল বোমা ছুঁড়ে নিরীহ মানুষকে অগ্নিদগ্ধ করা শুধু অমানবিকই নয়; যারা এগুলোর সঙ্গে যুক্ত তারা পাশবিক বিবেকের অমানুষ। কিন্তু এ অপকর্মের দায় চাপানো হচ্ছে বিরোধী দলের ওপর।’

উল্লেখ্য, গত বুধবার নিজ কার্যালয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।



মন্তব্য চালু নেই