প্রধানমন্ত্রীর দাওয়াতে গণভবনে বিশিষ্টজনেরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাওয়াতে পিঠা উৎসব ও আনন্দ মেলায় যোগ দিতে গণভবনে গেছেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। সোমবার বিকালে শুরু হয়েছে এই অনুষ্ঠান। শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনদের পদচারণায় মুখর হয়ে উঠেছে গণভবন প্রাঙ্গণ।

গণভবনের ঘাসের চত্বরে বানানো হয়েছে প্যান্ডেল; রয়েছে ছোট্ট একটি মঞ্চও। সেখানে চলছে নানা পরিবেশনা। কেউ গান গাইছেন; কেউ আবৃত্তি করছেন।

প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীকেও অতিথিদের সঙ্গে ঘাসে বসে আড্ডা দিতে দেখা গেছে।

এদিকে, প্রধানমন্ত্রীর এই দাওয়াতে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরাও। আনুষ্ঠানিকভাবে তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলার সুযোগ না থাকলেও নামাজের বিরতিতে শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হবে বলে গণভবন সূত্র জানিয়েছে। শিক্ষকরাও আশা করছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে একটু কথা বলতে পারলে তাদের দাবি আদায়ে অনেকটা সহায়ক হবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী প্রতি বছরই শীতকালে গণভবনে পেশাজীবীদের সৌজন্যে পিঠা উৎসবের আয়োজন করে থাকেন।



মন্তব্য চালু নেই