প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার বিরুদ্ধে নিজাম হাজারীর মানহানি মামলা

ফেনীর আদালতে দ্য ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

রোববার সকালে ফেনীর মুখ্য জুডিশিয়াল হাকিম মো. মশিউর রহমান খানের আদালতে এ মামলা করা হয়। এতে প্রতিবেদক মামুনুর রশিদকেও বিবাদী করা হয়েছে।

সংসদ সদস্য নিজাম হাজারী সশরীরে হাজির হয়ে আরজি পেশ করার পর হাকিম পরে আদেশ দেওয়া হবে বলে জানান।

মামলার বাদী সংসদ সদস্যের আইনজীবীরা জানান, গত ২৩ জানুয়ারি দ্য ডেইলি অবজারভার পত্রিকায় প্রথম পতায় বাদীর ছবিসহ ‘পুলিশ এওয়েট পিএম অর্ডার টু ক্র্যাক ডাউন অন ড্রাগ লডস’ শিরোনামে সংবাদ ছাপা হয়। এতে বাদীর ১০ কোটি টাকার মানহানি ও ক্ষতি হয়েছে। সংবাদ প্রকাশের পর ২৫ জানুয়ারি প্রতিবাদ পাঠালেও মামলার বিবাদী ইকবাল সোবহান তা ছাপাননি।

মামলার আরজিতে জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ ২৩ সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। মামলার বাদীর আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আনোয়ারুল করিম ফারুখ, ফেনী আইনজীবী সমিতির সভাপতি সাধারণ সম্পাদকসহ অর্ধশত আইনজীবী।



মন্তব্য চালু নেই