প্রধানমন্ত্রীকে জমি দান করলেন গাইবান্ধার কৃষক

পৈতৃক সূত্রে পাওয়া ৩ শতাংশ জমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দান করেছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার রফিকুল ইসলাম (৪০) নামে এক কৃষক।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও বিভিন্ন মহতী গুণাবলির প্রতি অসীম ভালোবাসা দেখিয়ে দরিদ্র কৃষক রফিকুল ইসলাম নিজের ইচ্ছেয় তিন শতাংশ জমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দানপত্রে দলিল করেন বলে তিনি জানান।

সাঘাটা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দানপত্র দলিল দাখিল করা হলে মঙ্গলবার দুপুরে দলিলের অনুমোদন দেন সাঘাটা উপজেলার দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার। তবে দলিল সম্পাদনের বিষয়টি মঙ্গলবার হলেও শনিবার সকালে স্থানীয় সাংবাদিকরা জানতে পারেন।

সাঘাটা উপজেলার দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম জানান, দলিল দাখিলের দিনেই তা অনুমোদন দেওয়া হয়েছে। (যার নম্বর ২০৬৭)।

কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বকুল জানান, তার ইউনিয়নের সতীতলা গ্রামের আবুল হোসেন প্রধানের ছেলে রফিকুল ইসলাম একজন দরিদ্র কৃষক। পৈতৃক সূত্রে সতীতলা মৌজায় তিনি ৩ শতাংশ জমি পান। পরে সেই জমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দান করেন তিনি।

চেয়ারম্যান সাইফুল জানান, ওই এলাকায় ৩ শতাংশ জমির বর্তমান বাজার মূল্য ৫০ হাজার টাকা।

কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ জন্য প্রতিদানস্বরূপ আমার পৈতৃক সূত্রে পাওয়া সামান্য জমিটুকুই দান করে দিলাম। এখানে আমার চাওয়া-পাওয়ার কিছু নেই।’



মন্তব্য চালু নেই