প্রথম সামিউল আযম সিক্স এন্ড সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মির্জাপুর ক্রিকেট একাদশের আয়োজনে সম্পন্ন হয়েছে ১ম সামিউল আযম সিক্স এন্ড সাইড ক্রিকেট টুর্নামেন্ট-১৬।
মঙ্গলবার সকাল ৮টা থেকে মির্জাপুর ক্রিকেট মাঠে দিনব্যাপী চলা ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে তুলসিডাঙ্গা ক্রিকেট ক্লাব তুলসিডাঙ্গা জুনিয়র ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়।
বিকালে টসে জিতে তুলসিডাঙ্গা ক্রিকেট ক্লাব ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে তুলসিডাঙ্গা জিুনিয়র ক্রিকেট ক্লাব নির্ধারিত ৬ ওভারে ৫১ রান করতে সক্ষম হয়। জবাবে তুলসিডাঙ্গা ক্রিকেট ক্লাব ১ ইউকেটের বিনিময়ে ৫২ রান সংগ্রহ করে সহজেই জয়ের বন্দরে পৌছে যায়।
টুর্নামেন্ট শেষে অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট’র পৃষ্টপোষক সামিউল আযম চঞ্চল, ব্যবসায়ী রিপন, টুটুল, সঞ্জীব প্রমুখ।
টুর্নামেন্টটির আয়োজনে ছিলেন আব্দুল্যাহেল জাবেদ লিংকন, বাপ্পি, মাসুম প্রমুখ। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দল হিসেবে তুলসিডাঙ্গা ক্রিকেট ক্লাব’র অধিনায়কের হাতে পুরস্কার হিসেবে নগদ দুই হাজার পাঁচশত টাকা এবং রানার্সআপ দল তুলসিডাঙ্গা জুনিয়র ক্রিকেট ক্লাব’র অধিনায়কের হাতে নগদ দুই হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ।
এছাড়া, টুর্নামেন্টে সর্বোচ্চ ৭ ইউকেট ৮১ রান সংগ্রহ করে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন শ্রীপতিপুর আলি ক্রিকেট একাদশের মহাসীন। মাঠে খেলাগুলো পরিচালনা করেন সাদি, বারিক ও মুন্না, ধারাভাষ্যে ছিলেন আব্দুল্লাহ আল জুবায়ের মাহি। স্কোরারের দায়িত্ব পালন করেন আলমগীর।
মন্তব্য চালু নেই