প্রথমবারের মতো ভোট দিলেন বিলুপ্ত ছিটমহলবাসী

দীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ জীবনের অবসানের পর এবার প্রথমবারের মতো লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলের অন্তর্ভুক্ত ৩ উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

সোমবার সকাল ৮টায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের ১১৯নং বাঁশকাটা বিলুপ্ত ছিটমহলের নাজির গোমানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছে। বিলুপ্ত ছিটমহলবাসী পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আনন্দ প্রকাশ করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার ৮ ইউনিয়নে ২৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৮ জন, বিএনপির ৭ জন, জাতীয় পার্টির ২ জন, ইসলামী শাসনতন্ত্রের ১ জন, আওয়ামী লীগ বিদ্রোহী ৩ জন ও স্বতন্ত্র পদে ৭ জন।

জানা গেছে, দেশব্যাপী অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় তফসিল ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে তা স্থগিত করা হয়। এরপর বিলুপ্ত ছিটমহলের অধিবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তসহ জাতীয় পরিচয়পত্র দেওয়ার পর নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা হয়। তফসিল অনুযায়ী লালমনিরহাটের ৩ উপজেলার ছিটমহলভুক্ত ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

পাটগ্রাম উপজেলার ১১৯নং বাঁশকাটা বিলুপ্ত ছিটমহলের রেজাইল করিম (৩৫) বলেন, প্রথমবারের মতো ভোট দিয়ে ঈদের আনন্দের মতোই লাগছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।

লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।



মন্তব্য চালু নেই