প্রতিমন্ত্রীর বক্তব্যে অসন্তুষ্ট ইইউ প্রতিনিধি দল

বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল কোনো উদ্বেগ জানায়নি। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা সফররত ইইউ প্রতিনিধি দলটি।

বৃহস্পতিবার সকালে মানবাধিকার কমিশন চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এ অসন্তোষ প্রকাশ করেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান দান প্রেদা। তার নেতৃত্বেই প্রতিনিধি দলটি রাজধানীর মগবাজারে মানবাধিকার কমিশনের কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে।

কমিশন থেকে বের হয়ে যাওয়ার সময় একটি ইংরেজি দৈনিক দেখিয়ে ক্রিশ্চিয়ান দান প্রেদা সাংবাদিকদের বলেন, ‘গতকাল মানবাধিকার নিয়ে প্রতিমন্ত্রী যে কথা বলেছেন সেটি ঠিক নয়। আমরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আর সে জন্যই আমরা এ দেশে এসেছি।’



মন্তব্য চালু নেই