পোষা প্রাণি পুরুষদের প্রতি আকর্ষণ বাড়ায়!
পশ্চিমা দেশগুলোতে কুকুরকে ‘শ্রেষ্ঠ বন্ধু’ মনে করা হয়। তবে সাম্প্রতিক এক মার্কিন গবেষণায় প্রমাণিত হয়েছে, কুকুর আসলেই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। গবেষণায় বলা হয়েছে, পোষা কুকুর আমাদের বিষণ্নতা দূর করে, উচ্চ রক্তচাপ কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। গবেষণায় আরও বলা হয়, যেসব পুরুষ তাদের পোষা প্রাণিদের অনেক ভালোবাসে তাদের প্রতি নারীরা আকৃষ্ট হয় বেশি।
গবেষণাটি চালানো হয় যুক্তরাষ্ট্রের ম্যাচ ডটকম ব্যবহারীদের ওপর, যারা তাদের প্রোফাইলে পোষা প্রাণির তথ্য দিয়েছেন। গবেষণায় অংশগ্রহণকারী এক হাজার ২১০ জনের মধ্যে ৬১ শতাংশ নারী। তাদের পোষা প্রাণির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে কুকুর এবং বিড়াল।
গবেষকরা দেখেন, নারীরা সেসব পুরুষদের দিকে বেশি আকৃষ্ট হয় যাদের পোষা প্রাণি আছে। তাছাড়া, ওই সব পুরুষদের সঙ্গে সম্পর্ক করতে পছন্দ করেন যারা পোষা প্রাণিদের পছন্দ করে।
গবেষণাটি চালানো হয় শুধু অনলাইন ডেটিং সাইটে অংশগ্রহণকারীদের ওপর। যারা পোষা প্রাণিদের পরিবারের সদস্য হিসেবে মনে করেন।
মন্তব্য চালু নেই