দুবাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভাও গুণীজন সংবর্ধনা

বিজয় থেকে বিজয়ে সাহিত্য স্বাধীনতা কথা বলে এই শ্লোগান কে সামনে রেখে গত ২১শে ডিসেম্বর রাত ১২টা জেবাই হাজিফ পার্ককে কবি নজরুল সাহিত্য পরিষদ, যুগান্তর, খবরিকা,দুবার এর উদ্যেগে এক মহান বিজয় আলোচনা সভাও গুনীজন সংবর্ধনা, কবিতা পাঠ অাসনওপুরস্কার মধ্যে দিয়ে সম্পন্ন হয়।

প্রথমে বাংলাদেশ থেকে আগত কবি মোহাম্মদ মুছা এর কবিতা “মা বিজয়ে কথা বলে “কবিতা আবৃতি মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

মোহাম্মদ নুরুল গনি সঝলনায় এবংকবি সাংবাদিক মোহাম্মাদ মনির উদ্দিন মান্না সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন আহামদ হক (ব্যাংক কর্মকর্তা ) প্রধান আলোচক জাহাঈীর কবির বাপপি ( বাংলা ভিশন) প্রধান বক্তা মোহাম্মদ জহির উদ্দিন শিপন (প্রযুক্তিবিদ) প্রধান অথিতি মোহাম্মদ সাইফুল আলম সাইফ (ব্যাবসায়ি) বিশেষ অথিতি কবি মোহাম্মদ মুছা (কবি) শারমিন আক্তার জেলি মোহাম্মাদ সিরাজদ্দোলা মামুন, মোহাম্মদ সোহেল আরমান বক্তব্য প্রদান করেন।

কবিতাপাঠ সাহিত্য বিজয়ের আলোচনা করেন রেজাউল করিম, বশির আহ্ম্মদ প্রমুখ।

বক্তব্যেব ফাঁকে গান ও কবিতা আবৃতি করেন কবি ফাহাতও কবি মোহাম্মদ মুছা দশর্কদের মুগ্ব করছেন।

বক্তারা বলেন জিবন ও সাহিত্য একে অন্যের পরিপূরক। সাহিত্য মানুষের জিবনবোধও মানবতা বোধ কে জাগ্রত করে।

সাহিত্য চর্চা ওপ্রসারে দুবাই কবি নজরুল সাহিত্য পরিষদ কাজ করে যায়চ্ছে।

অনুষ্ঠানে মহান বিজয় দিবসের সম্মানান স্মারক পেয়েছেন মোহাম্মদ সাইফুল আলম সাইফ (ব্যাবসায়ি) মোহাম্মদ জাহঈীর কবির বাপপি (সাংবাদিকতা) মোহাম্মদ মনির উদ্দিন মান্না (গল্পকার,ও সাংবাদিকতা) মোহাম্মদ ওমর খালেদ(সমাজ সেবক) মোহাম্মদ জহির উদ্দিন শিপন (প্রযুক্তিবিদ) শারমিন আক্তার জেলি(সেরা রাধনি)মোহাম্মদ আহামদুল হক (ব্যাংক কর্মকর্তা ) মোহাম্মদ মুছা (কবি) মোহাম্মদ সিরাজদ্দোলা মামুন (সফল সাংগঠক)।

সেরা সদ্যস নিবার্চিত হওয়া আলাফাত ইসলাম কে পুরস্কারেল মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসামাপ্তি ঘটে।

কাজী নজরুল সাহিত্য পরিষদে সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানন স্মারক পাক্ষিক খবরিকা টুয়ান্টি ফোর অনলাইন ডেইলী এর মাধ্যপাচ্য প্রতিনিধি মোহম্মদ মনির উদ্দিন মান্না কে প্রদান করছেন সংযুক্ত আরব আমিরাত বাংলা ভিশনে আবুধাবি ব্যুরো প্রধান জাহাঈীর কবীর বাপপিওসমাজ সেবক, লুলু ফ্যাশনেরন। চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সাইফ।



মন্তব্য চালু নেই