পোরশা সীমান্তে বিএসএফ কর্তৃক দুই বাংলাদেশী আটক

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে দুই বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার নিতপুর বিষ্ণপুর বটতলী গ্রামের সহবুল হক ভুলুর ছেলে মোঃ আব্দুর রাকিব (২৫) এবং কালাইবাড়ী গ্রামের মাইদুর রহমানের ছেলে আবুল কালাম (২৬)।

সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাতে একদল গরুর রাখাল মেইন পিলার ৩১ এর ভিতর দিয়ে গরু আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিএসএফ তাদের ধাওয়া করে আটক করে।
এঘটনার সত্যতা স্বীকার করে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটিলিয়ান লেঃ কর্নেল আলি রেজা জানান, আটককৃত ব্যক্তিদের ফিরিয়ে আনার জন্য ভারতের ক্যাদারী পাড়া ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আগামীকাল পতাকা বৈঠকের কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি।



মন্তব্য চালু নেই