পোরশায় পূণর্ভবা নদীতে ডুবে যাওয়া শিশুর ভাসমান লাস উদ্ধার
সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর পোরশায় পূণর্ভবা নদীতে দুই দিন ধরে ডুবে থাকা শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটি উপজেলার নিতপুর ইউপির পশ্চিম রঘুনাথপুর (জেলেপাড়া) গ্রামের মোঃ সুজন আলীর ছেলে নয়ন বাবু (১১)।
শিশুটির পরিবার জানায়,- গত শনিবার বিকেলে নদীর পাড়ে মুখ হাত ধুতে দিয়ে নদীতে পড়ে ডুবে যায় নয়ন। এসময় অনেক খুঁজা খুঁজির পরও পাওয়া যায়নি তাকে। পরে আজ সোমবার সকাল সাড়ে ৮টার সময় পূণর্ভবা নদীর রেখার ঘাট নামক স্থানে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পায় গ্রামবাসী।
খবর পেয়ে নিহতের পরিবার শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে। স্থানীয়রা বলছেন,- নিহত নয়ন বাবু জন্ম থেকেই মিরগী রোগে ভুগছিলো। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য চালু নেই