পোরশায় পালিত হল বৃক্ষরোপন কর্মসূচী
জাতীয় বৃক্ষ রোপন অভিযান। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পোরশা উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে গত রবিবার বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়। এসময় বিভিন্নস্থানে গাছ লাগানো সহ নানান প্রকার গাছ অন্যদের মাঝে বিতরণ করেন তারা।
এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক নওগাঁ জেলা সভাপতি মোঃ নাসিরুদ্দীন, এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ শরিফুল, সাধারণ সম্পাদক ইয়াদুল ইসলাম, জাব্বার আলী প্রমুখ। পরে গাছ হাতে করে একটি র্যালি বের করেন তারা।
মন্তব্য চালু নেই