পোরশায় জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ “শিক্ষা শিক্ষা শিক্ষা চাই, বাঁচার মতো বাঁচতে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় জাতীয় প্রতিবন্ধী দিবস/২০১৬ উদযাপন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার মোবারক হোসেন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি উদযাপন করা হয়।

এসময় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দীন শামিম-এর নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন গাঙ্গুরিয়া কলেজের মোঃ আবুল কালাম শাহ চৌধুরী, মোবারক হোসেন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌদুদ আহম্মদ সহ অত্র প্রতিষ্ঠান সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ।

পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও বলেন,- প্রতিবন্ধী শিশুরা আমাদের বোঝা নয়। তাদের সবাইকে আমাদের ভালোবাসতে হবে। উপযুক্ত শিক্ষা দিয়ে তাদেরকেও মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। এসময় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রতিবন্ধীদের নিয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও বলেন তিনি।



মন্তব্য চালু নেই