পোরশায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই খুন
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর পোরশায় বিদ্যুৎ বিল নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাই আবুল কালামের কোদালের আঘাতে বড় ভাই গোলাম রাব্বানী (৩৮) খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোনাহার গ্রামে। ঘটনার পর থেকে আবুল কালাম (২৮) পলাতক রয়েছে। নিহত রাব্বানী ওই গ্রামের মধ্যপাড়ার মনছের আলীর ছেলে।
পোরশা থানার অফিসার ইনচার্জ মোসাবেরুল হক জানান, সকালে তাদের গ্রামের বাড়ির পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎ বিল ব্যাংকে জমা দেয়া নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই আবুল কালাম একটি কোদাল দিয়ে গোলাম রাব্বানীর বুকে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। তিনি আরো জানান, সংবাদ পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর আবুল কালাম পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে নিহতের স্ত্রী সাহেরা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মন্তব্য চালু নেই