পোরশায় অবৈধ জাল পোড়ানোর পরেও বন্ধ হচ্ছেনা পোনা নিধন
সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- পোরশায় সাত দিন ধরে মৎস্য সপ্তাহ, সাংবাদিক সম্মেলন, বর্ণাঢ্য র্যালি এবং বেশ কিছু অবৈধ জাল উপজেলা প্রশাসনের সহায়তায় পোড়ানো হলেও বন্ধ হচ্ছেনা পোনা মাছ নিধন যজ্ঞের কাজ।
কতিপয় অসাধু ব্যবসায়ী ও জেলেরা তাদের অবৈধ কাপা জাল, কারেন জাল ও চট জাল দিয়ে ধরে চলেছেন ছোট ছোট সকল ধরণের মূল্যবান পোনা মাছ গুলো।
এগুলো আবার প্রকাশ্যে পোরশা উপজেলার নিতপুরের মাছের আড়ৎ গুলোতে বেচা কেনা চলছে হরদম। সেখান থেকে খুচরা বিক্রেতারা ক্রয় করে নিয়ে যাচ্ছেন উপজেলার পোরশা মিনাবাজার, সরাইগাছী মোড়, চকবিষ্ণপুর বাজার সহ বিভিন্ন স্থানে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আইউব আলী জানান,- বিগত ২দিন পূর্বে আমরা অভিযান চালিয়ে ১২টি অবৈধ জাল আটক করে পুড়িয়েছি। যার মূল্য আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকার উপরে।
আপনারা জানেন,- আমরা বিলে ও নদীতে মাছ ধরার জন্য জেলের সাড়ে চার সেঃমিঃ প্রসস্থ ফাঁসের জাল ব্যবহার করার পরামর্শ দিয়েছি। যাতে ছোট মাছ না ধরা পড়ে। কিন্তু অনেকে তা অমান্য করে ছোট ফাঁসের অবৈধ জাল দিয়ে মাছ ধরছে। আমাদের কাছে তথ্য আছে, খুব শীঘ্রই আবারো অভিযান চালানো হবে।
মন্তব্য চালু নেই