পোরশায় অনিয়মের প্রতিবাদ করায় প্রেসক্লাবের সভাপতিকে হুমকি

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় নিতপুর অগ্রনী ব্যাংক শাখা লিমিটেড পোরশা, নওগাঁ এর সকল স্টাপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম কর্মকা-ের প্রতিবাদ করায় পোরশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান হাবিব কে মোবাইল ফোনের মাধ্যমে হুমকি দেয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০১-০৯-১৬) বিকেল ৫টার সময় (০১৭২৭-৭৮৬৫০৬) উল্লেখিত নম্বর হতে উক্ত ব্যাংকের ব্যবস্থাপক (ম্যানেজার) মোঃ নাঈম সিদ্দিকি এই হুমকি দেন বলে জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান (হাবিব)।

তিনি বলেন,- পোরশা নিতপুর অগ্রণী ব্যাংক শাখা লিমিটেড এর সকল স্টাপ দীর্ঘদিন যাবৎ গ্রাহকদের সাথে দূর্ব্যবহার ও অনিয়ম কর্মকা-ের মাধ্যমে উক্ত ব্যাংক-এর যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করায় মোবাইল ফোনের মাধ্যমে এই কর্মকর্তা উপরুক্ত নম্বর হতে অকত্থ ভাষায় গালিগালাজ ও হুমকি দেন বলে জানিছেন তিনি। এ ঘটনায় উক্ত প্রেস ক্লাবের সকল সাংবাদিক সহ সকল শ্রেনী পেশার মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।



মন্তব্য চালু নেই