পে কমিশনের প্রতিবেদন প্রধানমন্ত্রীর টেবিলে

পে কমিশনের প্রতিবেদন এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেবিলে। প্রধানমন্ত্রী প্রতিবেদনটি যাচাই করে দেখছেন।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই এ কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পে কমিশন অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। অর্থমন্ত্রী প্রতিবেদনটি আমাকে দিয়েছেন।’

প্রধানমন্ত্রী জানান, যাচাইয়ের পর চূড়ান্ত অনুমোদনের জন্য তা মন্ত্রিপরিষদের বৈঠকে যাবে। তিনি বলেন, ‘এরপরই আমরা তা অনুমোদন করব।’



মন্তব্য চালু নেই