পেট্রোল বোমায় দগ্ধ ট্রাকচালকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট এলাকায় অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ বকুল দেবনাথ (৩৫) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান।

বকুল দেবনাথের স্ত্রীর নাম নীলিমা দেবনাথ। তিনি এক ছেলের জনক। তার পিতার নাম রপন দেবনাথ। তার গ্রামের বাড়ি সিলেটের শশারকান্দির গোয়ালাবাজারে।

নিহতের ভাই রন্টু দেবনাথ জানান, ২০ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর থেকে বালুভার্তি ট্রাক নিয়ে সিলেটে যাওয়ার পথে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় বকুল দেবনাথ অগ্নিদগ্ধ হন। আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টায় তিনি হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান।

চিকিৎসকরা জানান, বকুল দেবনাথের শরীরের ৩৫ শতাংশ এবং শ্বাসনালি পুড়ে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



মন্তব্য চালু নেই