‘পূর্বের যেকোন সময়ের চেয়ে এবারের ঈদ যাত্রা ভালো হবে’

পূর্বের যেকোন সময়ের চেয়ে এবারের ঈদ যাত্রা অনেক ভালো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটপ্রবণ এলাকাগুলোতে পুলিশ ও আইন-শৃংখলা বাহিনীর সঙ্গে রোভার স্কাউটের এক হাজার স্বেচ্ছাসেবক ঈদের আগে-পরে ৫দিন দায়িত্ব পালন করবে এবং এজন্য তাদের সম্মানীও দেয়া হবে।

তিনি আরও বলেন, আগামী কোরবানীর ঈদের আগে ঢাকা-চট্টগ্রাম ফোর-লেনের উদ্বোধন করা হবে।

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি (নন্দনপুর) এলাকায় ফুটওভারব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জাসদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা সরকার কিংবা দলের বক্তব্য নয়, এটা দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের ব্যক্তিগত বক্তব্য। এখন এসব ঘাটাঘাটির সময় নয়, বর্তমানে বড় বিপদ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা। বিভেদ-বিভাজন না করে উগ্র সাম্প্রদায়িকতা রুখতে সকলকে এক হয়ে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ফোর-লেনের প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ার, সওজ কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে এম আতিকুল হক প্রমুখ।



মন্তব্য চালু নেই