মন্ত্রীর পদমর্যাদা পেলেন ঢাকার দুই মেয়র

প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জের সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াত আইভিকে উপমন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নিদের্শক্রমে ঢাকার দুই মেয়র সাঈদ খোকন এবং আনিসুল হকের মর্যাদা বৃদ্ধি করে মন্ত্রীর মর্য়াদা দেয়া হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভিকে উপমন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে।’ অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এতদিন প্রতিমন্ত্রীর মর্যাদায় ঢাকা দুই সিটি করপোরেশনে মেয়রের দায়িত্ব পালন করছিলেন মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন।

progapon20160621094557



মন্তব্য চালু নেই