পুলিশ মানেই শুধু খারাপ নয় (দেখুন বৃদ্ধার প্রতি এক পুলিশের ভালবাসা)

পুলিশ মানেই ঘুষখোর উর্দিধারী নয়, পুলিশ মানেই অত্যাচারী নয়। পুলিশ যে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই মানবিক, সে নজির আগেও সামনে এসেছে। আবারও দেখা গেল পুলিশের মানবিক মুখের ছবি।

রেলওয়ে স্টেশনে ওভারব্রিজে সিঁড়ি ভেঙে উঠতে অক্ষম এক অসহায় বৃদ্ধাকে কোলে তুলে নিয়ে ব্রিজ পার করালেন এক পুলিশকর্মী। সে ছবি এখন সোশাল সাইটে ভাইরাল।

পশ্চিমবঙ্গের কুম্ভমেলায় আগত দর্শনার্থীদের সুবিধার জন্য উজ্জৈন রেলওয়ে স্টেশন কর্তব্যরত ছিলেন ওই পুলিশকর্মী। তখন এক বৃদ্ধা তার সমস্যার কথা বলেন ওই পুলিশ সদস্যকে। আর এই কথা শুনেই ওই বৃদ্ধাকে নিজের কোলে তুলে নিয়ে ওভারব্রিজ পার করিয়ে দেন পুলিশকর্মী।

আর এই দৃশ্যের ভিডিও ফুটেজ একটি সোশাল সাইটের মাধ্যমে জনসমক্ষে আসতেই ওই পুলিশকর্মীর মানবিক মুখের প্রশংসায় পঞ্চমুখ সবাই। পুলিশ মানেই খারাপ নয়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই