পুলিশ প্রশাসনে পদোন্নতি ও ব্যাপক রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক (ডিআইজ) থেকে পাঁচজন কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দেয়াসহ পুলিশের শীর্ষস্থানীয় ৪৮ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশের অধিশাখা-১ এর উপ-সচিব সুরাইয়া পারভীন শেলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদোন্নতি ও রদবদলের এই তথ্য প্রকাশ করা হয়।

এরা হচ্ছেন-এসবির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এ্যাডিশনাল-ডিআইজি) মো. মাজহারুল ইসলামকে ডিআইজি পদে পদোন্নতি দিয়ে এসবির ডিআইজি করা হয়েছে, ডিএমপির যুগ্ম কমিশনার জামিল আহমেদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, পুলিশ সদর দপ্তরের এডিশনাল-ডিআইজি খুরশীদ হোসেনকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী রেঞ্জের এ্যাডিশনাল-ডিআইজি মো. আবদুল্লাহ আল মাহমুদকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় পুলিশের ডিআইজি, ঢাকা রেঞ্জের এডিশনাল-ডিআইজি মো. শফিকুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, ডিএমপির যুগ্ম কমিশনার বনজ কুমার মজুমদারকে পিবিআইয়ের ডিআইজি, পুলিশ সদর দপ্তরের এডিশনাল-ডিআইজি গোলাম কিবরিয়াকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি, রংপুর রেঞ্জের এ্যাডিশনাল-ডিআইজি মো. হুমায়ুন কবিরকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি, ডিএমপির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে।

এছাড়া চট্রগ্রাম মহানগর পুলিশের কমিশনার আবদুল জলিল মন্ডলকে র‌্যাবের অতিরিক্ত মহা-পরিচালক, র‌্যাবের অতিরিক্ত ডিজি ডা. আফতাব উদ্দিন আহমেদকে এসবির ডিআইজি, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. ইকবাল বাহারকে চট্রগাম মহানগর পুলিশের কমিশনার, পুলিশ ব্যুরো ইনভেসটিগেশন (পিবিআই) এর ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমানকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইব্রাহিম ফাতেমীকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি, সিএমপির অতিরিক্ত কমিশনার একেএম শহিদুর রহমানকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি,

নামের তালিকা দেখতে ক্লিক করুন



মন্তব্য চালু নেই