বেতনের দাবিতে বিক্ষোভ

পুলিশের লাঠিপেটায় হাসপাতালে ৭ শ্রমিক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার অলঙ্কার এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিমন গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের লাঠিপেটায় অন্তত সাতজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত তিন মাস ধরে বিমন গার্মেন্টসটির শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে। সোমবার মালিকপক্ষ বেতন দেবে বলে ঘোষণা দিলেও কেউ কারখানায় আসেনি।

এ খবর পেয়ে বকেয়া বেতনের দাবিতে সোমবার সকালে বিক্ষোভ শুরু করে বিমন গার্মেন্টেসের প্রায় একহাজার শ্রমিক। এসময় শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে কারখানায় ভাঙচুর করলে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দিয়ে কারখানার মূল ফটকে তালা লাগিয়ে দেয়।

শ্রমিকদের অভিযোগ, বেতনের দাবিতে বিক্ষোভ করলে মালিকপক্ষ পার্শ্ববর্তী ইমাম গার্মেন্টসের শ্রমিকদের তাদের উপর লেলিয়ে দেয়। ইমাম গ্রুপের শ্রমিকরা তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। এসময় পুলিশও তাদের উপর লাঠিপেটা শুরু করে, এসময় ৭/৮জন নারী শ্রমিক আহত হয়।

পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান বলেন, ‘দুপুরের দিকে বকেয়া বেতনের দাবিতে বিমন গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করে সড়ক অবরোধেরও চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মালিকপক্ষ বৃহস্পতিবার বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা চলে যায়।’

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান ওসি।



মন্তব্য চালু নেই