পুলিশকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজায় সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত সোমবার ঈদের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) শহীদুল হক, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, পুলিশ হেড কোয়ার্টাসের ডিআইজি (প্রশাসন) বিনয় কৃষ্ণ বালাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সততা ও নিষ্ঠার সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করে আসছে। এবারের ঈদ ও পূজায় তারা নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন।’
কোনো অপশক্তি যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন সেদিকে বিশেষ নজর দিতে হবে বলেও পুলিশকে নির্দেশ দেন তিনি।



মন্তব্য চালু নেই