তৃতীয় দিন শেষেই জয় দেখছে দক্ষিণ আফ্রিকা

পোর্ট এলিজাবেথে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয় দেখছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩২৮ রান তুলেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৮১ রানের লিড পাওয়ায় দুই দিন বাকি থাকতেই ৪১৯ রানের লক্ষ্য দাঁড়িয়েছে সফরকারীদের সামনে। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস ৩৯ ও ডি কক অপরাজিত আছেন ৩৬ রানে।

আগের দিনের ৭ উইকেটে ১৮১ রানে তৃতীয় দিন শুরু করা লঙ্কানরা গুটিয়ে যায় ২০৫ রানে। সর্বোচ্চ ৪৩ রান আসে ধনঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকান পেসার ভারনন ফিল্যান্ডার নিয়েছেন ৫ উইকেট।

প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন গত জুনে টেস্ট অভিষেক হওয়া স্টিফেন কুক। ১১৭ রান করেন তিনি, যেটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এছাড়া ডেন এগলারের ব্যাট থেকে এসেছে ৫২ রানের ইনিংস।

আফ্রিকান ব্যাটসম্যানদের তান্ডবে এক রকম অসহায় লঙ্কান বোলিং লাইন। সর্বোচ্চ ২ উইকেট পেয়েছেন ব্যাট হাতে দলকে টেনে নিয়ে যাওয়া সেই ধনঞ্জয়া ডিসিলভা।



মন্তব্য চালু নেই