পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

টানা ৯ দিন ঊর্ধ্বমুখি থাকার পর সোমবার দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন উভয় কমেছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে।
বিশ্লেষনে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ দশমিক ৮৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫০ দশমিক ৩৪ পয়েন্টে, ডিএস ৩০ সূচক আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৫৮ দশমিক শূন্য ৯ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ১ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১ হাজার ১৯৭ দশমিক ৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপরদিকে সিএসইতে সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬৬ দশমিক ৮২ পয়েন্ট কমে ৯ হাজার ৪৫৯ দশমিক ১৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক আগের দিনের চেয়ে ৯৭ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৬১৯ দশমিক ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসই ৩০ সূচক আগের দিনের চেয়ে ৪৯ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৯৫ দশমিক ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩০১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭ টি, কমেছে ১৭৬ টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টি কোম্পানির শেয়ার দর। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯০২ কোটি ৬২ লাখ ৫৫ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ১৯৮ কোটি ৬৭ লাখ ২৩ হাজার টাকা কম।
দেশের অপর পুঁজিবাজার সিএসইতে ২২৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৫৬ টির,কমেছে ১৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টি কোম্পানির শেয়ার দর। এদিন সিএসইতে মোট লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৬৪ কোটি ৯৮ লাখ টাকা।



মন্তব্য চালু নেই