পিয়াস করিমের দাফন সম্পন্ন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনীতি বিশ্লেষক ড. পিয়াস করিমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর তাকে বনানীর কবরস্থানে দাফন করা হয়।

এর আগে সকাল ১১টা ২০ মিটিনে ধানমণ্ডির বাস ভবনের পাশে বাইতুল আমান মসজিদের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নিয়ে আসা হয়। জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জুমার নামাজের পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে রাখা হয়। নামাজ শেষে মসজিদের ভেতরও জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে মরদেহে বিএনপির পক্ষ থেকে পিয়াস করিমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর বিএনপি, ভাসানী অনুসারী পরিষদ, ঢাকা আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী তাঁতীদল, জাতীয়তাবাদী কৃষকদল, জাতীয়তাবাদী বন্ধুদল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্যারিস্টার মওদুদ আহমদ, ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা শামসুজ্জামান দুদু, প্রেস সেক্রেটারি শিমুল বিশ্বাস, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী খায়রুজ্জামান খোকন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পিয়াস করিমের জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাউদ্দিন আহমেদ।

প্রথম জানাজার আগে তার প্রতি শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, ঢাবির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান আবু আহমেদ, পিয়াস করিমের বড় বোন তাহমিনা করিমসহ অনেকে।



মন্তব্য চালু নেই