পিলখানা হত্যা মামলার বিচারপতিদের নিরাপত্তার নির্দেশ

পিলখানায় হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি গ্রহণকারী তিন বিচারপতিকে বিশেষ নিরাপত্তা দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্জ স্বপ্রণোদিত হয়ে বৃহস্পতিবার এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন— বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

প্রসঙ্গত, বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের ওই বেঞ্চে বিডিআর বিদ্রোহে পিলখানায় হত্যা মামলার সকল ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রাষ্টপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি) সদর দফতরে সংঘটিত হয় বিডিআর বিদ্রোহ। ২০১৩ সালের ৫ নভেম্বর ৫৭ সেনা সদস্যসহ ৭৪ জনকে হত্যার দায়ে ১৫২ বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ডের রায় দেন বিচারিক আদালত।

ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে খালাসপ্রাপ্ত ২৭৭ আসামির মধ্যে ৬৯ আসামির সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।

অন্যদিকে, দণ্ডপ্রাপ্ত ৪১০ আসামির সাজা বাতিল চেয়ে রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিদের আইনজীবীরা।

আসামিদের মধ্যে তৎকালীন বিডিআরের ডিএডি তৌহিদসহ ১৫২ বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে ১৪ জন পলাতক রয়েছেন।

বিশ্বের ইতিহাসে একটি মামলায় সবচেয়ে বেশি আসামির মৃত্যুদণ্ডাদেশের রেকর্ড এ রায়। বাংলাদেশের ইতিহাসে বিডিআর বিদ্রোহ একটি কলঙ্কজনক ঘটনা বলে বিবেচিত।



মন্তব্য চালু নেই