পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া

ছোটবেলা থেকেই দুঃসাহসিক কাজ পছন্দ করেন দাগনভূঞার শোভন। আর ভ্রমণতো তার অস্থিমজ্জার সাথে মিশে আছে। ছুটে বেড়াতে পছন্দ করেন গ্রাম থেকে শহরে, দেশ থেকে বিদেশে।

ব্যতিক্রম কিছু করার আগ্রহ থেকে শুরু করেন পায়ে হেঁটে সারা বাংলাদেশ ঘুরে বেড়ানোর পরিকল্পনা।

সরকার ২০১৬ সালকে পর্যটন বছর বলে ঘোষণা দিয়েছে। তাই পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত পাড়ি দেবেন দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউপির চন্ডিপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে জাহাঙ্গীর আলম শোভন।

‘দেখবো বাংলাদেশ গড়বো বাংলাদেশ’ এই স্লোগানে কয়েক মাস ধরেই সফরের পরিকল্পনা করেন তিনি। যোগাড় করেন হেঁটে বেড়ানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম।

গত ১২ ফেব্রুয়ারি তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে শুরু হয় পায়ে হেঁটে যাত্রা। তিনি এই যাত্রার নাম দিয়েছেন ‘দেশ দেখা’। টেকনাফে শেষ হবে তার এই পদযাত্রা।

শোভনের এই পথচলায় তাকে সার্বক্ষনিক উৎসাহ প্রদান করছেন এনজিও বিষয়ক ব্যুরোর উপ-সচিব ড. খুরশীদ আলম সাগর এবং ঢাকাস্থ দাগনভূঞা যুব ফোরামের সভাপতি মঞ্জুরুল আলম টিপুসহ অনেকে।



মন্তব্য চালু নেই