পাবনা জেলা বি এন পি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও গুলাগুলি
পাবনা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষন ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।
জেলা বিএনপি সুত্র জানায় স্থানীয় দু টি পাড়ায় বিবাদমান দু গ্রুপের দীর্ঘদিনের বিরোধের জের ধরে পর্টি অফিসের সামনে সোমবার রাতে এ ঘটনা ঘটে। এতে বিএনপির কোন সম্পৃক্ততা নেই বলেও দাবী জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার দিন রাত পৌনে ৯ টার দিকে কমপক্ষে ১০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়।
বিএনপি চেয়ারপার্সনের ব্যাক্তিগত সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের বাস ভবন সংলগ্ন সাবেক গন স্বাস্থ অফিসে এ গুলাগুলির ঘটনা ঘটে।
জেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা বলেন, শুনেছি পার্টি অফিসের সামনে গুলাগুলির ঘটনা ঘটেছে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম বলেন, পাটি অফিস সংলগ্ন দু পাড়ার যুবকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে অসছিল। এক গ্রুফ পার্টি অফিসের সামনে অবস্থান নিলে অন্য গ্রুপ এ হামলা করে। এ সময় গুলি বর্ষন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে
মন্তব্য চালু নেই