পাবনা অনলাইন প্রেসক্লাবে’র আলোচনা সভা ও আহবায়ক কমিটির গঠন

গতকাল মঙ্গলবার সকালে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে পাবনা অনলাইন প্রেসক্লাব গঠন কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনলাইন পত্রিকা অনাবিল সংবাদ এর প্রকাশক প্রকৌশলী সরকার রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্য দেন, সাংবাদিক তৌহিদ আক্তার পান্না, কলামিষ্ট মোঃ আব্দুল জব্বার, মোঃ মোবারক বিশ্বাস, ইকবাল কবীর রনজু, নজরুল ইসলাম, এম,এস আলম বাবলু, আফরোজ জাহান মেঘনা, এম জাহাঙ্গর আলম, আবু ইসহাক, মাসুদ রানা, তামিমুল ইসলাম তামিম, আব্দুল লতিফ রঞ্জু প্রমুখ। অনুষ্ঠানে পাবনাসহ বিভিন্ন উপজেলা ভিত্তিক অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সরকার রুহুল আমিনকে আহবায়ক, মোঃ আব্দুল জব্বার, তৌহিদ আক্তার পান্না, অধ্যাপক জাকির সেলিমকে যুগ্ম আহবায়ক এবং মোবারক বিশ্বাসকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট পাবনা অনলাইন প্রেসক্লাবে’র আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এস,এম আলম (পাবনা সদর), আবু ইসহাক (সাঁথিয়া), আব্দুল লতিফ রঞ্জু (চাটমোহর), জুবায়েদ হোসেন খান মামুন (পাবনা সদর), নজরুল ইসলাম বাধন (পাবনা সদর) সালাহ উদ্দিন আহম্মেদ (পাবনা সদর), মাসুদ রানা (ভাঙ্গুড়া), তামিমুল ইসলাম তামিম (ঈশ্বরদী) এস,এম আলম বাবলু (চাটমোহর), ইকবাল কবির রনজু (চাটমোহর), এম জাহাঙ্গীর আলম (চাটমোহর), আফরোজ জাহান মেঘনা (সুজানগর), আবুল কাশেম (সাঁথিয়া), আরাফাত বাবর (পাবনা সদর), মাহাতাব উদ্দিন (চাটমোহর) আব্দুল হাফিজ (ফরিদপুর), মাহাবুবুল আলম বাবলু (ভাঙ্গুড়া), ফিরোজা পারভীন (চাটমোহর) শাকিল ইফতেখার (পাবনা সদর), আব্দুল মজিদ মোল্লা (সাথিয়া), এবাদত আলী (চাটমোহর), শফিউল আযম (বেড়া) এবং হাসান আলী (পাবনা সদর)।

অনুষ্ঠানে পাবনাসহ বিভিন্ন উপজেলা ভিত্তিক অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সারাদেশের মত পাবনা অনলাইন প্রেসক্লাব গঠনে মুক্ত আলোচনা করেন এবং সংগঠনটি গতিশীল বৃদ্ধির জন্য সবার সহযোগিতা কামনা করেন। সভা শেষে একটি গঠনতন্ত্র প্রনয়ন ও পাবনায় কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



মন্তব্য চালু নেই