পাবনায় সড়কে পেট্রোল ঢেলে আগুন

পাবনায় হরতালের সমর্থনে রোববার সকালে পাবনায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। এসময় তারা সড়কে পেট্রোল ঢেলে আগুন দেয়।

কানসাটে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় রোববার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টা হরতালের ডাক দেয় ২০ দলীয় জোট।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে হরতালের সমর্থনে শহরের আতাইকুলা সড়কে বিক্ষোভ মিছিল বের বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা। পরে শালগাড়িয়া এলাকায় সড়কে পেট্রোল ঢেলে আগুন দিয়েও বিক্ষোভ প্রদর্শন করে তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ধাওয়া দিলে পালিয়ে যায় নেতাকর্মীরা। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



মন্তব্য চালু নেই