পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
স্ত্রী হত্যার দায়ে স্বামী রাজিব মন্ডল (২৮) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন পাবনার একটি আদালত।
রোববার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক গাজী রহমান এই রায় দেন। দন্ডপ্রাপ্ত রাজিব পাবনা সদর উপজেলাধীন আতাইকুলা থানার দুবলিয়ার বউ বাজার গ্রামের সিরাজ মন্ডলের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, দুবলিয়া গ্রামের ওসমান খাঁর মেয়ে সোনিয়াকে ২০১২ সালের ১০ ডিসেম্বর যৌতুক দাবিতে স্বামী রাজিব শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর নিহতের বাবা বাদি হয়ে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আতাইকুলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকীম ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি রাজিবকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমানাদী শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক গাজী রহমান রোববার বিকেলে রাজিবকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানার রায় ঘোষনা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আব্দুস সামদ খান রতন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তৌফিক ইমাম খান।
মন্তব্য চালু নেই