পাবনায় স্কয়ার কিন্ডারগার্টেনে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত

পাবনার স্কয়ার কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের সাংস্কৃতিক দলের শিশু-কিশোরদের সাথে স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুসহ অন্যরা।

‘প্রতিভা উন্মোচনে গড়ি আগামীকে’ এই স্লোগানে পাবনার স্কয়ার কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের সাংস্কৃতিক দলের উদ্যোগে দুদিনব্যাপী মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হলো।

গতকাল শুক্রবার ও আজ শনিবার পাবনার ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রে এ অনুষ্ঠান হয়। রুচি নিবেদিত এ অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, বনমালী ইনস্টিটিউটের সহসভাপতি অ্যাডভোকেট এম এম মতিন মিয়া, ডা. মনোয়ারুল আজিজ, যুগ্ম সম্পাদক (প্রশাসন) অ্যাডভোকেট আবদুল হান্নান, যুগ্ম সম্পাদক প্রলয় চাকী টুকাই, স্কয়ার কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ মো. বজলুর রশীদ, উপাধ্যক্ষ খতিব শাহনাজ পারভীন, শহিদুল হক মানিক, ধ্রুব রুদ্র গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা জেলা ট্রাকমালিক গ্রুপের সভাপতি শামসুর রহমান মানিক, রানা প্রপার্টিজের চেয়ারম্যান রুহুল আমিন রানা বিশ্বাস, পাবনা এক্সপ্রেসের মালিক আবুল আহসান খান রেওন, রাজনীতিবিদ হাজি শরীফ, দৈনিক জোড়বাংলা সম্পাদক আবদুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরোচিফ উৎপল মির্জা, প্রথম আলো প্রতিনিধি সরোয়ার উল্লাস, মাছরাঙা টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই