পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে
বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ, কেন্দ্রীয় ও জেলা বিএনপি-জামায়াত নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বুধবার পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
গতকাল মঙ্গলবার দুপুরে প্রথমে জেলা ছাত্রদল, পরে জেলার ২০ দলীয় ঐক্যজোট আলাদাভাবে ডাক দেয় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দেয়।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হরতালের সমর্থনে পাবনা-ঢাকা মহাসড়কের মহেন্দ্রপুর নামক স্থানে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিবির নেতা-কর্মীরা। এর বাইরে পিকেটিং বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। জোরদার করা হয়েছে বিজিবি ও র্যাবের টহল। গতরাতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
এদিকে হরতালে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও জেলার অভ্যন্তরে ভারী যান যেমন বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। হালকা যান যেমন অটোরিকশা, অটোভ্যান, নছিমন-করিমন চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য চালু নেই