পাবনায় সংষর্ষে যুবলীগের সম্মেলন স্থগিত, আহত ৮

রবিউল ইসলাম শাহীন , জেলা পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, চেয়ার-টেবিল ভাঙচুর হয়েছে। এতে কমপক্ষে আট জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভাঙ্গুড়া মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংঘর্ষ ঞয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সম্মেলনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-চাটমোহর) আসনের সাংসদ মকবুল হোসেনের ছেলে ইবনুল হাসান শাকিল, সাবেক উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লার ছোট ভাই সরদার আবুল কালাম আজাদ সভাপতি প্রার্থী হওয়ায় সম্মেলনের শুরুতেই স্লোগান দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এতে মারপিটে কমপক্ষে আট জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক জনকে পাবনা ও দুই জনকে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পাবনা জেলা যুবলীগ সভাপতি শরিফ উদ্দিন প্রধান বলেন, হট্টগোলের কারণে সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল বলেন, সম্মেলনে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।



মন্তব্য চালু নেই