পাবনায় শ্রমিককে কুপিয়ে হত্যা
রবিউল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি, পাবনা : পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রামে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নবীর হোসেন ওরফে নবাই (৪২) মূলগ্রামের মৃত মনছের আলীর ছেলে। তিনি চাটমোহরে রেলওয়ে স্টেশনে কুলির কাজ করতেন।
মোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, গত শুক্রবার রাত ১০টার দিকে মূলগ্রাম ইউনিয়নের জগতলা রেললাইনের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
ওসি আরো জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এতে ধারণা করা হচ্ছে, তাঁকে কুপিয়ে হত্যার পরে মৃতদেহ রেললাইনের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
মন্তব্য চালু নেই