পাবনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু

উৎসবমূখর পরিবেশে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী একুশে বইমেলা।
‘যে জাতি বই পড়ে সে জাতি এগিয়ে চলে’ এই প্রতিবাদ্য নিয়ে রবিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে বইমেলার উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আল নকিব চৌধুরী।

বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর মুহাম্মদ নূরুন্নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, পরিষদের সাধারন সম্পাদক শিবজিত নাগ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি দবির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আব্দুল মতীন খান।
এর আগে অতিথিবৃন্দ অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সেমিনার কক্ষে সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনের পরে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

বইমেলায় ৩৬টি স্টল স্থান পেয়েছে। মাসব্যাপী বইমেলার প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে জেলার ৫৬টি সাংস্কৃতিক সংগঠন।



মন্তব্য চালু নেই