পাবনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩

পাবনা সদর উপজেলার আটমাইল এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আটমাইলের পোস্ট মাস্টার আব্দুস সালাম জানান, সকালে আটমাইল এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও ঈশ্বরদী থেকে পাবনাগামী সোনার বাংলা নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী মারা যান। এ দুর্ঘটনায় আহত হন আরো দুই যাত্রী।

আহত বা নিহত কারো নাম ঠিকানা জানা যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।



মন্তব্য চালু নেই