পাবনায় বাগানের ফুল চুরির অভিমানে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর আত্নহত্যা

একুশে ফ্রেব্রুয়ারির আগের রাতে ফুল চুরি হওয়ায় আভিমানে আত্নহত্যা করেছে তৃষা (১২) নামের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
মৃত তৃষা পাবনা সদর উপজেলার তেলিগ্রামের নজরুল ইসলামের মেয়ে, ও নন্দনপুর দাখিল মাদ্রাসার ছাত্রী।

পুলিশ সুত্র জানান, তৃষা আগের দিন বিকেলে তার বাবা মার সাথে ১ আত্নিয় বাড়ি গেলে রাত্রে কে বা কার তার বাগানের গাদা ফুল তুলে নিয়ে যায়। পরে আজ বাড়ি ফিরে ফুল শূন্য বাগান দেখে অভিমান করে গলায়, ওড়না পেচিয়ে আত্নহত্যা করে।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে আতাইকুলা থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই