পাবনায় ফেনসিডিল ও পিস্তলের গুলিসহ ২ মাদক ব্যবসায়ী আটক

পাবনা সদরের হিমায়েতপুর এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে আটটার দিকে, র্র্যাব-১২ এর অভিযানে ২৪ বোতল ফেনসিডিল ও ৩ রাউন্ড পিস্তলের গুলি সহ ২ জন মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঈশ্বরদী মাজদিয়া গ্রামের রাজ্জাকের ছেলে নান্টু (৩০),ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে আসাদুল (২০)।
র্র্যাব- ১২ পাবনা ক্যাম্পের সদস্য আবু শাহনেয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুরে অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিল ও ৩ রাউন্ড পিস্তলের গুলি সহ এই ২ জন মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য চালু নেই