পাবনায় নেশা করে যুবকের মৃত্যু

পাবনার আমিনপুর থানার কাশিনাথপুরে সাইকেল সারানো সলিউশন আঠা টেনে সন্টু দাস (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার দিনগত রাতে কাশিনাথপুর বাজারে নিজ কম্পিউটারের দোকানে তার মৃত্যু হয়।

সন্টু দাস আমিনপুরের জাতসাকিনী ইউনিয়নের হরিদেবপুর গ্রামের নিপেন্দ্রনাথ দাসের ছেলে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সন্টু দাস মোবাইল ফোনে গান আপলোড-ডাউনলোডের ব্যবসা করতো। একই সাথে সে মাদকাসক্ত ছিলো। কাশিনাথপুর বাজারে তার নিজ কম্পিউটারের দোকানে রোববার দিবাগত রাত যাপন করে। এরই এক সময়ে সে সাইকেল সারানো সলিউশন আঠা জাতীয় নেশা টেনে রাতের এক সময়ে মারা যায়। সকাল থেকে দোকান খোলা না দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে সোমবার দুপুরে দোকানের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে পড়ে থাকতে দেখে।
পুলিশ জানায়, লাশ উদ্ধারের সময়ে তার মুখের কাছে এক ধরণের আঠা যুক্ত পলিথিনসহ নেশা জাতীয় দ্রব্য পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, নিহত সন্টু দাস মাদকাসক্ত ছিল। ঘটনার রাতে সাইকেল সারানো সলিউশন আটা জাতীয় কোনো নেশা অতিরিক্ত টানায় তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি মফিজুল ইসলাম।



মন্তব্য চালু নেই