পাবনায় দুর্বৃত্তের আগুনে খোলা আকাশের নিচে চার পরিবার
রবিউল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি পাবনা : পূর্ব বিরোধের জের ধরে পাবনার আত্রাইশুক্লা গ্রামে সাতটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে চারটি পরিবারের ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসব পরিবার এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা হয়েছে।
সন্ধ্যায় এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের আত্রাইশুক্লা গ্রামে ছয় মাস আগের একটি হত্যা মামলাকে কেন্দ্র করে সরদার ও প্রামাণিক গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে পূর্ব ঘোষণা দিয়ে শুক্রবার দিবাগত রাতে ওই বাড়ি গুলোতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় প্রামাণিক গোষ্ঠির লোকজন। খবর পেয়ে পাবনা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে ওই গ্রামের শাহদত সরদার, কোরবান সরদার, মাহবুব আলী সরদারসহ চারটি পরিবারের সাতটি ঘর পুড়ে যায়।
এ ঘটনায় ওই গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে ও ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তদের অভিযোগ, শুক্রবার দিবাগত রাতে একই এলাকার আফাজ উদ্দিনের নেতৃত্বে ১০/১২ জন লোক শাহাদত সরদারসহ অন্যদের বসত বাড়িতে ঘুমন্ত অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আকতার বলেন, এ ঘটনায় পাবনা সদর থানায় মামলার ভিত্তিতে অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য চালু নেই