পাবনায় জেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত

এক যুগ পর পাবনা জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে শনিবার দুপুর ১২টায় সম্মেলন শুরু হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
পাবনা জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, পাবনা-২ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আরজু, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল, কৃষিবিদ সমীর চন্দ্র, এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট প্রমুখ।

এর আগে সম্মেলনের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কৃষক লীগের নেতাকর্মীরা।



মন্তব্য চালু নেই