পাবনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2015/07/women-Dead-body-BM.jpg)
রবিউল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি: পাবনা সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রী রুমানা আক্তার রুনি’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল তিনটার দিকে শহরের রাধানগর মহল্লার বেগম ভিলা ছাত্রী নিবাস থেকে তার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রুমানা দুপুরে খেতে না যাওয়ায় বান্ধবীরা তার রুমে ডাকতে গেলে দরজা বন্ধ পায়। পরে ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে ওই ছাত্রীনিবাস থেকে ফ্যানের সাথে তার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করছে পুলিশ।
মৃত রুনি এডওয়ার্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাষ্টার্সের শেষ বর্ষের ছাত্রী ও নাটোর জেলার বেলঘড়িয়া বাইপাস এলাকার লুৎফর রহমানের মেয়ে। রুমী পড়ালেখার পাশাপাশি রাধানগরে শামীম ফ্লাওয়ার মিলে খন্ডকালীন চাকুরি করতেন।
মন্তব্য চালু নেই